Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসে


১৬ ডিসেম্বর ২০১৮ ০৩:০০ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ০৭:৪৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: শ্রীলঙ্কার বিতর্কিত প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকসে শনিবার পদত্যাগ করেছেন। নিজের বাসভবনে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে গত ২ মাস ধরে শ্রীলঙ্কার চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান ঘটবে বলে সকলে আশা করছে।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি সূত্রে জানা গেছে, মাহিন্দ্র রাজাপাকসের পদত্যাগের পর সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে রোববার (১৬ ডিসেম্বর) থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে শপথ নিতে পারেন।

মাহিন্দ্র রাজাপকসে পদত্যাগপত্রে লিখেছেন, ‘নির্বাচন ছাড়াই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে আমার কোনো ইচ্ছা ছিল না। পাশাপাশি রাষ্ট্রপতির কাজেও বাধা দেয়ার কোনো ইচ্ছা ছিল না। আমি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালাম এবং রাষ্ট্রপতিকে নতুন সরকার গঠনের পথ খুলে দিলাম।’

রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে বরখাস্ত করে মাহিন্দ্র রাজাপকসে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিলে শ্রীলঙ্কার রাজনৈতিক সঙ্কট শুরু হয়। এরপর রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা গত ৯ নভেম্বর সংসদ ভেঙে দিয়ে আগামী ৫ জানুয়ারি নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

সারাবাংলা/জেআইএল/এমএইচ

প্রধানমন্ত্রী মাইথ্রিপালা সিরিসেনা শ্রীলঙ্কা

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর