Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি-ঐক্যফ্রন্ট মিডিয়ায় আছে, মাঠে নেই: কাদের


১৬ ডিসেম্বর ২০১৮ ০২:১০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

নোয়াখালী: বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনি মাঠে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি-ঐক্যফ্রন্ট এখন মিডিয়ায় আছে, ভোটের মাঠে নেই। তারা কিছু হলেই মিডিয়া ও সাংবাদিকদের দ্বারস্থ হয়। জনসমর্থন নেই বলে তারা ভোটের মাঠে যেতে পারছে না।’

শনিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের কবিরহাটের নবগ্রাম বাজারে নির্বাচনি পথসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ সম্পর্কে বলেন, ‘মওদুদ সাহেব বলেছিলেন, একমাসের মধ্যে রাজনীতির চেহারা বদলে যাবে। কিন্তু এখন আমরা কী দেখছি? কই কোনও চেহারাতো বদল হলো না। মানুষ এখন ভোটের আমেজে আছে, ভোট উৎসবের অপেক্ষায় আছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমার মন্ত্রীত্ব ১২ বছরের, আর মওদুদ সাহেব ২২ বছর মন্ত্রী ছিলেন। কই কোনও উন্নয়ন আছে তার? তার আমলে বিদ্যুৎ ছিল না। ছিল শুধু খাম্বা আর খাম্বা। তিনি দলীয় করণেই ব্যস্ত ছিলেন বেশি। দলের লোক ছাড়া অন্য কারও জন্য উন্নয়ন করেননি। অন্যদিকে, আমরা দলের বাইরেও সর্বস্তরের মানুষের জন্য উন্নয়ন করেছি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির লোকজন শীতের অতিথি পাখির মতো। এরা শীত আসলে আসে, শীত শেষে চলে যায়। ভোটের মাঠ এখন হাস্যরসে পরিণত হয়েছে, ধানের শীষও এখন বিষে পরিণত হয়েছে।’

নিজ এলাকার উন্নয়নের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সব দলের কাছে বলতে চাই, আমরা দলীয় লোক দিয়ে নয়, নোয়াখালী খালের পূণঃখননের কাজ সেনাবাহিনীর মাধ্যমে করছি। এছাড়া আমাদের সময়ে নোয়খালীর অধিকাংশ এলাকায় শতভাগ বিদ্যুৎ পেয়েছে। সড়কের ব্যাপক উন্নয়ন হয়েছে। নোয়াখালীতে ফোর লেনের কাজ চলমান রয়েছে। আগামীতে আরও বড় বড় উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হবে। যার সুফল সব দলের লোক ভোগ করবে।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক ও উন্নয়নের প্রতীক। এই বিজয়ের মাসে নৌকার জয় হবেই।’

এসময় কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ

ওবায়দুল কাদের নির্বাচনী প্রচারণা পথসভা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর