Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুব-জনতার বিশাল শোডাউনে সম্রাটকে যুবলীগের আইকন আখ্যা মেননের


১৫ ডিসেম্বর ২০১৮ ১৯:০৪

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের জন্য নয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বিজয়ী করার জন্য নৌকার ভোট দেওয়ার আহবান জানালেন ঢাকা-৮ আসনে মহাজোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

মহাজোট প্রার্থী মেননের নির্বাচনী প্রচারণায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের নেতৃত্বে হাজার হাজার যুবক ও তরুণ উপস্থিত হয়ে বিশাল নির্বাচনী শোডাউন দেয়।

শনিবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় হাজার হাজার যুবসমাজের সমাগম ঘটে। রাস্তার এক পাশে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ করে এই নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনে মহাজোটে প্রার্থী রাশেদ খান মেনন। এই আসনে নৌকার পক্ষে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সম্রাট।

হাজার হাজার যুব-জনতার উপস্থিতি দেখে মহানগর যুবলীগ নেতা সম্রাটকে যুবলীগের ‘আইকন’ হিসেবে অভিহিত করে কৃতজ্ঞতা প্রকাশ করেন মেনন। তিনি বলেন, ‘তার (সম্রাট) আহ্বানে আজকে ঢাকা-৮ আসনে নৌকার পক্ষে নির্বাচনী যুব সমাবেশ প্রমাণ করেছে, বাংলাদেশের যুবকরা শেখ হাসিনার উন্নয়ন, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছে। এই তরুণরাই একদিন ঢাকা অচল করেছিল। এই তরুণদের হাতেই ঊনসত্তরের গণঅভ্যুত্থানে স্বৈরশাসক আইয়ুব খানের পতন হয়েছিল। এই তরুণরাই মুক্তিযুদ্ধে জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। এই তরুণরাই সেদিন সামনের কাতারে ছিল। আজকে সেই বাংলাদেশ; শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারায় সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। দেশের ২২ শতাংশ তরুণরা এবার নৌকার পক্ষে ভোট দেবে। আমি বিশ্বাস করি এই ভোট হবে উন্নয়নের পক্ষে, গণতন্ত্রের জন্য, দুর্নীতি ও অসাম্যের বিরুদ্ধে।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই আহ্বান জানিয়েছে উল্লেখ করে মহাজোটের প্রার্থী মেনন বলেন, ‘আপনাদের একটি ভোট, সেই ভোট নির্ধারণ করবে তিনি (শেখ হাসিনা) আবার ক্ষমতায় ফিরে আসবেন কি না? তাই ঢাকা-৮ আসনে যে ভোট হবে, সেই ভোট আমার জন্য নয়, সেই প্রতিটি ভোট হোক শেখ হাসিনার জন্য।’

যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে এই আসনটি শেখ হাসিনাকে উপহার দেই। আর ওই দুর্নীতিবাজ, দুঃশাসনের নায়ক, সন্ত্রাসের নায়ক, হাওয়া ভবনের নায়কদের চিরতরে প্রতিহত এবং পরাজিত করি।’

এর কারণ উল্লেখ করে মহাজোট প্রার্থী মেনন বলেন, ‘কারণ তাদের সাথে আজকে যুক্ত হয়েছে, ওই জামায়াত-শিবির, আর তাদের পক্ষে লাঠিয়াল হয়ে দাঁড়িয়েছে ড. কামাল, আ স ম রব আর মান্নারা। তাই এই যুবসমাজকে মিথ্যা প্রলোভন দিয়ে পরিবর্তনের কথা বলে, উন্নয়নের বিরুদ্ধে গণতন্ত্রের কথা বলে ফিরিয়ে রাখা যাবে না। তারা এগিয়ে যাবেই। বাংলাদেশ এগিয়ে চলেছে, বাংলাদেশ এগিয়ে যাবে। শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবেন, শেখ হাসিনা বাংলাদেশকে, বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে নিয়ে যাবেন মধ্যম আয়ের দেশ হিসাবে। তাই, আসুন ৩০ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন।’

সভাপতির বক্তব্যে বিএনপির ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসকে অহংকারী নেতা দাবি করে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণে সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, ‘মেনন ভাইয়ের সাথে ঢাকা-৮ আসনের লাখ লাখ যুব-জনতা রয়েছেন। নির্বাচনের মাঠে প্রতিযোগিতা হবে। নির্বাচনের মাঠে রাশেদ খান প্রতিহিংসার রাজনীতি করে না। প্রতিযোগীতার মাধ্যমে প্রমাণ হবে ৩০ তারিখ। আজকে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তরুণ-যুব-ছাত্র সমাজসহ সর্বস্তরের মানুষ নৌকার সঙ্গে এক কাতারে এসেছে। সবাই অপেক্ষায় রয়েছে ৩০ তারিখ ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করবো, এই শপথ আজকে নিলাম।’

বিজ্ঞাপন

এরপর নৌকার পক্ষে স্লোগান ধরে উপস্থিত নেতা-কর্মীদের উজ্জীবিত করেন যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। বক্তব্য শেষ করে হাজার হাজার যুব-জনতা নৌকার পক্ষে মিছিল বের করে ঢাকা-৮ আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমানসহ আরও অনেকে।

সারাবাংলা/এনআর/এমআই

মেনন সম্রাট

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর