Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জ ক্লাবের নিবার্চনে ভোট দিলেন গোলাম দস্তগীর গাজী


১৫ ডিসেম্বর ২০১৮ ১৮:৩৯

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কার্যনির্বাহী কমিটির ২০১৯ সালের বার্ষিক নির্বাচনে ভোট দিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে তিনি এই নির্বাচনে ভোট দেন। এর আগে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। নির্বাচনে ১২৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে ঊর্ধ্বতন সহসভাপতি পদে হারুন অর রশিদ, সহসভাপতি পদে মাহবুবুর রহমান মারুফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জানা যায়, সভাপতি পদে নির্বাচন লড়ছেন দুই বারের সভাপতি এম সোলায়মান ও আবুল মনসুর। কার্যনির্বাহী সদস্য পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ৮ জন ভোটারদের ভোটে নির্বাচিত হবেন। প্রার্থীরা হলেন, আব্দুল খালেক, হোসেন মনির, জাহাঙ্গীর আলম, খাজা এবায়দুল হক, কামাল উদ্দিন আহমেদ, কৌশিক সাহা, সুশান্ত কুমার তালুকদার, এস এম শাহীন, সাইদুল্লাহ হৃদয় ও সালাহউদ্দিন আহমেদ নান্নু।

এর আগে ২০ নভেম্বর সন্ধ্যায় ক্লাবে আগ্রহীদের মনোনয়ন পত্র জমা নেওয়া হয়। সভাপতি পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন আসিফ হাসান মাহমুদ মানু। সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদে একজন করে মনোনয়নপত্র দাখিল করেন। সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মঞ্জুরুল হক, রাশেদ সারোয়ার, শফিকুল ইসলাম, হুমায়ূন কবির খান মিল্কী ও হাবিবুর রহমান বাদল।

সারাবাংলা/এসজে/এমআই

গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ ক্লাব

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর