Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. কামালের ওপর হামলার ঘটনা ফৌজদারি অপরাধ: সিইসি


১৫ ডিসেম্বর ২০১৮ ১৬:৫৪ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ১৭:৫১

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। ফাইল ছবি

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় ফৌজদারি অপরাধ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

ইসিতে কমিশন সভা শেষে শনিবার (১৫ ডিসেম্বর) ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। কমিশন সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ড. কামাল একজন সিনিয়র সিটিজেন। তার ওপর হামলার এই ঘটনা দুঃখজনক।’

কে এম নূরুল হুদা বলেন, ‘পর্যবেক্ষক, সাংবাদিকদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি- ভোটকক্ষের ভেতরে কোনো লাইভ প্রচার করা যাবে না। কেন্দ্রে সীমিত আকারে সাংবাদিকেদের যেতে হবে, যাতে ভোটগ্রহণ কর্মকর্তাদের অসুবিধা নয় হয়। বাংলাদেশি পর্যবেক্ষকদের জন্য নীতিমালা আছে, বিদেশিদের জন্যও নীতিমালা আছে। সেগুলো মানতে জবে। কেন্দ্রের ভেতরে বেশিক্ষণ থাকতে পারবেন না। লাইভ সংবাদ প্রচার করতে পারবেন না। ভোটকক্ষের বাইরে করতে পারবেন।’

সিইসি বলেন, ‘ভোটকক্ষের ভেতরে। ঘরের মধ্যে। কেন্দ্র মানে ঘর। শুধু ঘরের মধ্যে। মাঠ নয়। ঘরের মধ্যে থেকে লাইভ করা যাবে না। গোপন কক্ষের ফটো তোলা যাবে না। বিষয়টি পরিষ্কার। মোবাইল ফোনেও ফটো তোলা যাবে না। যেখানে ভোট পরিচালনা করা হয়, যেখানে পোলিং প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট বসেন, সেখানে লাইভ করা যাবে না। বারান্দায় এসে লাইভ করা যাবে। ভোটগ্রহণ কর্মকর্তাদের কাজে যেন ব্যাঘাত না করে, এ জন্য এমন সিদ্ধান্ত নিয়েছি।’

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ভোটকক্ষে গিয়ে যদি ৩০-৪০ জন যান, তারা একসঙ্গে গেলে তো তারা কাজ করতে পারবেন না। প্রিজাইডিং অফিস বলবেন কতজন যেতে পারবেন। প্রিজাইডিং কর্মকর্তার ব্যবস্থাপনার ওপর রেসপেক্ট থাকতে হবে। তার কথা মানতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ভোটকক্ষের ভেতরে মোবাইল ব্যবহার করা যাবে না।’

নির্বাচনকালীন বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার হয়রানির বিষয়ে তিনি বলেন, ‘কাউকে অহেতুক হয়রানি ও গ্রেফতারি যাতে করা না হয় এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপিকে আগামীকাল (১৫ ডিসেম্বর) চিঠি দেওয়া হবে। তবে কেউ ফৌজদারি অপরাধ করলে ইসির করার কিছু থাকবে না।’

তিনি বলেন, ‘নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশন সভায় আলোচনা হয়েছে। এছাড়া ভোটের আগে ইন্টারনেটের গতি কমানো, মোবাইল ব্যাংকিং বন্ধ রাখা ও অভ্যন্তরীণ ব্যাংক লেনদেনের বিষয়ে যে প্রস্তাব এসেছিল সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’

সারাবাংলা/জিএস/একে

জাতীয়-নির্বাচন ড. কামাল প্রধান নির্বাচন কমিশনার সিইসি

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর