Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবিতে তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু


১৫ ডিসেম্বর ২০১৮ ১৭:৩৭

।। জাবি করেসপন্ডেন্ট ।।

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে শনিবার (১৫ডিসেম্বর) থেকে তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে । মেলা চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত।

শনিবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্বরে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মেলার প্রধান অতিথি  অধ্যাপক ফারজানা ইসলাম বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

এ সময় উপাচার্য বলেন, ‘দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধাভরে স্বরণ করা হবে। বিজয়ের মাসে এ মেলা আমাদের আনন্দকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে। আমাদের বিজয় দীর্ঘজীবী হোক।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক সোহেল আহমেদ ও  প্রক্টর সিকদার মো. জুলকারনাইন।

ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে বিজয় মেলা ছাড়াও আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট অনুষ্ঠিত হবে বলে জানান তারা।

সারাবাংলা/টিআই/এসএল

জাবি তিন দিনব্যাপী মেলা

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর