সোমবারের মধ্যে পোশাক শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহ্বান
১৫ ডিসেম্বর ২০১৮ ১৩:৩৯ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ১৫:০৭
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: মজুরি নিয়ে আন্দোলনরত শ্রমিকদের ১৭ ডিসেম্বর থেকে কাজে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
শনিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে পোশাক খাতের ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির জরুরি সভা শেষে প্রতিমন্ত্রী এই আহ্বান জানান। সভায় মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
মুজিবুল হক চুন্নু বলেন, মজুরিতে কোনও অসামঞ্জস্যতা বা দুর্বলতা থাকলে তা সমাধান করা হবে।
প্রসঙ্গত, নতুন ন্যূনতম মজুরিতে বৈষম্য দূর করার দাবিতে গত বেশকিছু দিন গাজীপুর, আশুলিয়া ও নারায়ণগঞ্জে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছেন। কোথাও কোথাও কারখানা ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এই প্রেক্ষাপটে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সভায় বসে এ সংক্রান্ত ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটি।
সারাবাংলা/ এইচএ/আরএ
ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু শ্রমিক