Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে মন্দিরের প্রসাদ খেয়ে ১১ জনের মৃত্যু, অসুস্থ ৭০


১৫ ডিসেম্বর ২০১৮ ১৩:৪৫

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ভারতের কর্ণাটক রাজ্যের এক মন্দিরে খাবার খেয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছে প্রায় ৭০ জন। পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।

শুক্রবার সুলিবাদি গ্রামের মারাম্মা মন্দিরের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়ে ওই খাবার খেয়েছিলেন প্রার্থনাকারীরা। পুলিশ জানিয়েছে, অসুস্থদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।

এই ঘটনার জেরে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এক স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা অভিযোগ করেছেন, সম্ভবত কেউ খাবারে বিষ মিশিয়েছিল। খাবারের নমুনা বিশ্লেষণের জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

অনুষ্ঠানে যোগ দেওয়া এক ব্যক্তি বলেন, আমাদেরকে টমেটো দিয়ে ভাত খেতে দেওয়া হয়েছিল। সেটা থেকে দুর্গন্ধ আসছিল। যারা এটা খায়নি তারা সবাই সুস্থ আছে। আর যারা খেয়েছে তাদের বমি হয়েছে। পাশাপাশি তারা পেট ব্যথার অভিযোগও করেছে।

খাবারটি প্রার্থনাকারীদের প্রসাদ হিসেবে খেতে দেওয়া হয়েছিল।

সারাবাংলা/ আরএ

বিষক্রিয়া মন্দির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর