নওগাঁয় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন
১৫ ডিসেম্বর ২০১৮ ০৩:৩৫ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ০৩:৪৭
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
নওগাঁ: নওগাঁ সদর উপজেলায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে বন্ধু নওশাদ আলীর ছুরিকাঘাতে শেখ রানা (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার খাশ নওগাঁয়ে এ ঘটনা ঘটেছে।
মৃত শেখ রানা ওই এলাকার শেখ মানিকের ছেলে এবং নওশাদ আলী একই এলাকার শহিদুল ইসলামের ছেলে। তারা দুজন একে অপরের বন্ধু।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই বলেন, ‘বিকালে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কয়েক বন্ধুর মধ্য কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে নওশাদ আলী শেখ রানাকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হয় রানা। পরে তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
এ বিষয়ে শেখ রানার বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।
সারাবাংলা/এমএইচ