Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহীদ বুদ্ধিজীবী বেদীতে সালাম মূর্শেদীর শ্রদ্ধা


১৪ ডিসেম্বর ২০১৮ ১৬:২৭ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ০২:৫৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

খুলনা: শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবী বেদীতে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ও একই আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুস সালাম মূর্শেদী।

শুক্রবার (১৪ ডিসেম্বর) দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি শহীদ বুদ্ধিজীবী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় তারা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের কাল রাতে নিহত জাতির পিতার পরিবারের সদস্য, কারাগারে নিহত জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন সালাম মূর্শেদীসহ আওয়ামী লীগ নেতারা।

এসময় খুলনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী; স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা-পর্যবেক্ষণ উপকমিটির সদস্য মো. রিজভী আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মালিক সারোয়ার, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ ফেরদাউস সরদার, সাবেক ছাত্রলীগ নেতা এস কে শিমুল, অহিদুজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর

মাগফেরাত শহীদ বেদী শ্রদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর