শরণখোলায় আওয়ামী নেতার পা’ ভেঙে দিয়েছে প্রতিপক্ষ
১৫ ডিসেম্বর ২০১৮ ০১:০৪ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ০১:৫৯
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান বাদল জমাদ্দারকে (৫৫) পিটিয়ে পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চালরায়েন্দা-তাফালবাড়ি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে।
দলীয় নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২৩ ডিসেম্বর নৌকার জনসভা সফল করতে শুক্রবার বিকেলে সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি মুক্তিযোদ্ধা কার্যালয়ে প্রস্তুতি সভা করছিলেন দলের নেতাকর্মীরা। ওই সভার সভাপতিত্ব করা নিয়ে নিজেদের মধ্যে অনৈক্যের সৃষ্টি হয়। এ সময় একটি গ্রুপ সভা থেকে বেরিয়ে যায়। পরে ওই নেতাকর্মীরা চালরায়েন্দা বাসস্ট্যান্ড এলাকায় চায়ের দোকানে বসে থাকা রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য শাহজাহান বাদল জমাদ্দারের ওপর হামলা চালায়।
হামলাকারীরা ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। এতে তার ডান পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এক পর্যায়ে চায়ের দোকানের কেটলির গরম পানি তার গায়ে ঢেলে দেয় তারা। এ সময় চা দোকানি শহিদুল হাওলাদার (৫০) ঠেকাতে গেলে তিনিও আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ নেতা বাদল জমাদ্দারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. দিবাকর বসাক বলেন, তার ডান পা ভেঙে যাওয়ায় প্রাথমিকভাবে ব্যান্ডেজ করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত বাদল জমাদ্দারের বড় ভাই মো. বেল্লাল হোসেন জমাদ্দার বলেন, ‘দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগে আমার ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগের পক্ষে থাকায় তার ওপর এ হামলা চালানো হয়েছে।’
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল বলেন, নৌকার বিজয় নস্যাৎ করতে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার বলেন, ‘হামলার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ নেতা বাদল জমাদ্দারকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সারাবাংলা/এমএইচ