Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধীদের ভোটের মাঠে পরাজিত করতে হবে’


১৪ ডিসেম্বর ২০১৮ ২২:৪৩

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: জাতিকে মেধাশূন্য করতেই রাজাকাররা বাংলার বুদ্ধিজীবীদের হত্যা করেছিলো বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া গোলাম দস্তগীর গাজীর ছেলে গাজী গোলাম মর্তুজা পাপ্পা। ওই সব স্বাধীনতা বিরোধী আর তাদের দোসরদের এবার ভোটের মাঠে পরাজিত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে রূপগঞ্জের তারাব পৌরসভার এক নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গোলাম মর্তুজা পাপ্পা বলেন, ‘স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর-আল শামস বাহিনীর সদস্যরা বাঙালি জাতিকে মেধা শূন্য করতে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর কালরাতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্বিচারে হত্যা করেছিলো। সেই রাজাকাররা এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিজয়ের মাসে যে কোন মূল্যে ওদেরকে ভোটের মাঠে আমাদের পরাজিত করতে হবে।’

বিএনপি জামায়াত জমজ ভাই-বোন উল্লেখ করে তিনি বলেন, এদের কোনো আদর্শ নেই। এরা রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশে জঙ্গিবাদের উত্থান হয়।

নেতাকর্মীদের উদ্দেশে এই তরুণ ব্যবসায়ী আরো বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনারা রূপগঞ্জের উন্নয়ন চিত্র ভোটারদের দ্বারে দ্বারে তুলে ধরবেন। কোন প্রকার সহিংসতা করবেন না। বিএনপি জামায়াত যেন জনগণকে ভুল বোঝাতে না পারে সে দিকে নজর রাখবেন।’

দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রূপগঞ্জবাসীকে আগামী ৩০ ডিসেম্বর সারা দিন নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, সহ সভাপতি কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, সহ সভাপতি জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক হীরা, তারাব পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন গোলবক্স, ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহবাজ, ছাত্রনেতা আওলাদ, হামিদুল্লাহ কমিশনার , উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজেরা বেগম, ১ নং ওয়ার্ড মহিলা যুবলীগের সভাপতি সেলিনা আক্তারসহ প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/এসএমএন

গাজী গোলাম মতুর্জা পাপ্পা গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক নারায়ণগঞ্জ-১ আসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর