Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারিয়াকান্দিতে পাশের দোকানের আগুনে পুড়ল বিএনপি অফিস


১৪ ডিসেম্বর ২০১৮ ১৯:০৪

প্রতীকী ছবি

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বগুড়া: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বিএনপি কার্যালয় আগুনে পুড়ে গেছে। এসময় পুড়েছে আরো দুইটি দোকান।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটেছে। আগুনে বিএনপি কার্যালয়ের চেয়ার-টেবিলসহ দু’টি দোকানের বেশ কিছু মালামাল পুড়ে গেছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, উপজেলা সদরে একই স্থানে বিএনপি অফিস ও দু’টি দোকান রয়েছে। রাত ১টার দিকে সেখানকার মোবাইল ও কম্পিউটার সার্ভিসের বন্ধ একটি দোকানে আগুন লাগে। সেখান থেকে আগুন বিএনপি অফিসসহ আরো একটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।

সারাবাংলা/এসএমএন

আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর