ফেনীতে বাস চাপায় ২ মোটরসাইকলে আরোহীর মৃত্যু
১৪ ডিসেম্বর ২০১৮ ১৭:৪১
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে মহাসড়কের ফেনী-মহিপাল হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের উত্তর ছনুয়া এলাকার নুর নবী (৪০) এবং তার ভাই ছনুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপপতি নুর মোহাম্মদ মুন্সী।
হাইওয়ে থানার পরিদর্শক আবদুল আউয়াল জানান, নুর নবী ও নুর মোহাম্মদ মোটরসাইকেল নিয়ে উল্টোপথে ছিলেন। হাইওয়ে থানার সামনে পৌঁছলে চট্টগ্রামগামী এসকে পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নুর নবীর। গুরুতর আহত নুর মোহাম্মদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এসকে পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।
সারাবাংলা/এসএমএন