Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন ফ্লাইটে যৌন হামলার দায়ে ভারতীয়র কারাদণ্ড


১৪ ডিসেম্বর ২০১৮ ১৫:১৮

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

চলতি বছরের জানুয়ারিতে একটি মার্কিন ফ্লাইটে এক নারীর ওপর যৌন হামলা চালানোর দায়ে এক ভারতীয় নাগরিককে নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের একটি আদালত এই কারাদণ্ড দেন। খবর বিবিসির।

দণ্ডিতের নাম প্রভু রামামুর্তি। তার বয়স ৩৪। ঘটনার সময় তিনি বিমানে তার স্ত্রী ও হামলার শিকার হওয়া নারীর মাঝখানে বসে ছিলেন। ওই নারী তখন ঘুমিয়ে ছিলেন।

ওই নারী অভিযোগ করেন, তিনি ঘুম থেকে জেগে ওঠে দেখেন যে তার শার্ট ও ট্রাউজারের বোতাম খোলা এবং রামামুর্তি তার সঙ্গে যৌন অসদাচরণের চেষ্টা চালাচ্ছেন।

ডিট্রয়েটের ফেডারেল আদালত বলেন, কারাদণ্ড শেষ হলে রামামুর্তিকে ভারতে ফেরত পাঠানো হবে।

প্রসিকিউশন জানিয়েছে, তারা ১১ বছরের কারাদণ্ডের আবেদন করেছিল। কিন্তু মার্কিন জেলা আদালতের বিচারক টেরেন্স বার্গ তার রায়ে বয় বছরের কারাদণ্ড দেন। এ সময় তিনি বলেন, রামামুর্তি যা করেছেন সেটা চরম পর্যায়ের অপরাধ।

রামামুর্তির বিরুদ্ধে প্রথম যখন অভিযোগ ওঠে তখন তিনি সেগুলো অস্বীকার করছিলেন। পুলিশকে বলেছিলেন, তিনি নিজেও ওই সময় ঘুমিয়ে ছিলেন। এই অপরাধ করা তার পক্ষে সম্ভব ছিলো না।

এই অভিযোগে মিশিগানের এক আদালতে হাজির হওয়ার পর তার জামিন নিষিদ্ধ করে তাকে আটক করা হয়। প্রসিকিউশন তখন আশঙ্কা প্রকাশ করেছিল যে, তিনি পালিয়ে যেতে পারেন।

এদিকে রামামুর্তির স্ত্রী অভিযোগ করেছেন যে, হামলার শিকার হওয়া নারী তার স্বামীর উরুতে ঘুমিয়েছিলেন। তিনি আরও বলেন, তিনি ও তার স্বামী ওই নারীকে অন্য কোন আসনে সরানোর অনুরোধও করেছিলেন।

কিন্তু বিমানের কর্মী তদন্তকারীদের বলেন যে, হামলার শিকার হওয়া নারীই নিজের আসন পরিবর্তনের অনুরোধ করেছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ আরএ 

ভারতীয়র কারাদণ্ড যুক্তরাষ্ট্র যৌন হামলা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর