Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের গুলিতে নিহত স্টার্সবৌর্গ হামলাকারী


১৪ ডিসেম্বর ২০১৮ ১১:০১

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের শহর স্টার্সবৌর্গের ক্রিস্টমাস বাজারে হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। হামলার ঘটনায় বন্দুকধারীকে ধরতে অভিযান চালাচ্ছিল পুলিশ। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) নেওড্রপ জেলায় এই অভিযান চালানো ‍শুরু হয়। খবর বিবিসির।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার হামলা চালায় চেকাত নামের ওই হামলাকারী। চেকাতকে ধরার জন্য স্টার্সবৌর্গের রাস্তায় নেমে এসেছিল পুলিশের একটি সম্পূর্ণ ইউনিট। পুলিশদের দেখে গুলি ছোড়ার পর পাল্টা জবাবে পুলিশও গুলি চালায়। এই গুলিতে মারা যায় সে।

বাজারটিতে গোলাগুলিতে মোট তিন ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতরভাবে আহত হয়েছেন আরও অনেকে।

চেকাতের বিরুদ্ধে ফ্রান্স ও জার্মানিতে পূর্বে বেশ কয়েকটি অপরাধের অভিযোগ রয়েছে।

যেভাবে পাওয়া গেল চেকাতকে

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফে কাস্টানার বলেন, পুলিশকর্মীরা চেকাতের মতো দেখতে এক ব্যক্তির হদিশ পেয়েছিল দু লাজারেত রাস্তায়। পুলিশরা তখন তাকে থামানোর চেষ্টা করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ও উন্মুক্ত গুলি ছড়ে। পাল্টা জবাবে পুলিশ গুলি ছুড়লে সে নিহত হয়।

চেকাতকে খুঁজে বের করতে শত শত পুলিশকর্মী মোতায়েন করেছিল ফরাসি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার নেওডর্ফ এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালায় তারা। তবে তখন তাকে খুঁজে পাওয়া যায়নি।

এদিকে, মঙ্গলবার (১১ ডিসেম্বর) স্টার্সবৌর্গের ক্রিস্টমাস বাজারে চালানো হামলার জেরে এখন পর্যন্ত পাঁচ ব্যক্তিকে আটক করেছে ফরাসি পুলিশ। আটককৃতদের মধ্যে তার বাবা-মা ও দুই ভাইও রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ আরএ

ফ্রান্স স্টার্সবৌর্গ হামলাকারী