Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পথে পথে ভোট চেয়ে ঢাকায় ফিরলেন শেখ হাসিনা


১৩ ডিসেম্বর ২০১৮ ২০:০৩ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ২০:১২

।। নৃপেন রায়, সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জনসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে চার জেলায় সাতটি পথসভা করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) তিনি ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও ঢাকার সাভারে ৭টি পথসভা করেন শেখ হাসিনা। এর আগে সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে সড়কপথে রওনা দেন আওয়ামী লীগ সভাপতি।

পথের মধ্যে তিনি পৃথক জনসভায় আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জনগণকে সেবা করার আহ্বান জানান। পাশাপাশি আগামীতে সরকার গঠন করতে পারলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন- ‘ক্ষমতায় এলে বিভাগ হবে ফরিদপুর’

ফরিদপুরের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামীতে ক্ষমতায় এলে ফরিদপুরকে বিভাগ বাস্তবায়নের কাজ শেষ করবেন। রাজবাড়ীতে প্রধানমন্ত্রী আশ্বাস দেন দ্বিতীয় পদ্মাসেতু করার। এছাড়া মানিকগঞ্জ ও ঢাকার সাভারের পথসভায় শেখ হাসিনা নৌকা মার্কায় ভোট চান।

আরও পড়ুন: নৌকার প্রার্থী আ.লীগের প্রতিনিধি, তাকেই ভোট দেবেন’

ঢাকার সাভারে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সংসদীয় আসন-১৯ এ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুর রহমানের পক্ষে ভোট চান শেখ হাসিনা। এর মধ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় দিনের জনসংযোগ শেষ করলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: মানিকগঞ্জের মানিকদের জন্য ভোট চাইলেন শেখ হাসিনা

এর আগে বুধবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা ও দোয়া মোনাজাতের মাধ্যমে নির্বাচনি জনসংযোগ শুরু করেন। পরে বিকেলে কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেন আওয়ামী লীগ সভাপতি। বুধবার রাতে পৈত্রিক বাড়িতে অবস্থান নিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকার পথে রওয়ানা দেন শেখ হাসিনা।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ভোটকেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতির প্রত্যাশা শেখ হাসিনার

সাতটি পথসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গণভবনের উদ্দেশে রওয়ানা দেন।

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ জাতীয়-নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর