Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐক্যফ্রন্টের ঢাকা-ময়মনসিংহ নির্বাচনি পথসভা ১৫ ডিসেম্বর


১৩ ডিসেম্বর ২০১৮ ১৯:৫৪ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ১৯:৫৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আগামী ১৫ ডিসেম্বর ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত নির্বাচনি পথসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এতে নেতৃত্ব দেবেন ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্রীতম-জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় সভা শেষে এ কর্মসূচির কথা জানান গণফোরাম নেতা জগলুল হায়দার আফরিদ। এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জগলুল হায়দার আফরিদ বলেন, ‘আগামী ১৫ ডিসেম্বর সকাল ১০টায় ড. কামাল হোসেনের বাসা থেকে নির্বাচনি পথসভার যাত্রা শুরু হবে। সকাল ১১টায় প্রথম পথসভা হবে টঙ্গীতে। পথসভা শেষ হবে ময়মনসিংহে গিয়ে। এতে নেতৃত্ব দেবেন ড. কামাল হোসেন।’

এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন জগলুল হায়দার। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— ‘শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর সকাল ৮টায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পূষ্পার্ঘ অর্পণ, মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকাল ৯টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পূষ্পার্ঘ অর্পণ, বিকেল ৩টায় নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে মগবাজার মোড় পর্যন্ত বিজয় র‌্যালি। জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিএনপি যৌথভাবে এসব কর্মসূচি পালন করবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘ঘোষিত সব কর্মসূচিই জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি। বিএনপি হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের একটি শরিক দল। এখন আর আদালাভাবে কোনো কর্মসূচি পালন করা হবে না। সব কর্মসূচিই যৌথভাবে পালন করা হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমও

একাদশ জাতীয় নির্বাচন জাতীয় ঐক্যফ্রন্ট

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর