বিজিএমইএ’র কমিটির মেয়াদ বাড়ল এক মাস
১৩ ডিসেম্বর ২০১৮ ১৯:২৭ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ২০:৫০
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন (বিজিএমইএ) বর্তমান কমিটি তাদের মেয়াদ শেষে আরও এক মাস অতিরিক্ত দায়িত্ব পালন করবে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা মার্চে। কিন্তু নতুন করে একমাস পাওয়ায় তাদের মেয়াদ শেষ হচ্ছে এপ্রিলে।
বর্তমান কমিটি সমঝোতার ভিত্তিতে দুই বছরের জায়গায় সাড়ে তিন বছর ধরে দায়িত্ব পালন করছে। তাদের আগামী ২২ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ও নির্বাচনি আপিল বোর্ড গঠন করার কথা। কিন্তু তা না করে নতুন করে এক বছর মেয়াদ বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে দৌড়ঝাঁপ করেন কমিটির নেতারা। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় এক বছরের জায়গায় মাত্র এক মাস সময় দিয়েছে।
বিজিএমইএ’র কমিটির মেয়াদ সাধারণত দুই বছর হয়। তবে বর্তমান কমিটি নানা অজুহাতে দুই দফায় সময় বাড়িয়েছে।
বিজিএমইএর নেতৃত্ব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি বড় পক্ষ-সম্মিলিত পরিষদ ও ফোরাম। উভয় পক্ষের মধ্যে চুক্তি অনুযায়ী, বিজিএমইএ’র পরবর্তী সভাপতি হওয়ার কথা ফোরাম থেকে। বর্তমান কমিটির মেয়াদ বাড়ানোর তৎপরতার খবর বাণিজ্যমন্ত্রীর কাছে নালিশ হিসেবে নিয়ে যান কয়েকজন ফোরাম নেতা। তারা মেয়াদ না বাড়িয়ে বর্তমান কমিটিকে দ্রুত নির্বাচন ও আপিল বোর্ড গঠন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশ দিতে মন্ত্রণালয়কে অনুরোধ করেন।
সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বিজিএমইএ’র বর্তমান কমিটি ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর দায়িত্ব নেয়। ২০১৩ সালে সাধারণ সদস্যদের ভোটে সংগঠনটির পরিচালনা কমিটি নির্বাচন হলেও ২০১৫ সালে তা হয়নি। মূলত সম্মিলিত পরিষদ ও ফোরামের নেতারা সমঝোতার ভিত্তিতে কমিটি করার সিদ্ধান্ত নেন। দুই মেয়াদের জন্য সেই সমঝোতা হয়েছিল।
সারাবাংলা/জেএএম