Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি শিক্ষার্থীদের জন্য ৫টি দ্বিতল বাসের অনুমোদন


১৩ ডিসেম্বর ২০১৮ ১৯:২৩

।। জবি করেসপন্ডেন্ট ।।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধায় পাঁচটি দ্বিতল বাস কিনতে অর্থ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ছয় কোটি টাকা। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান-এর সভাপতিত্বে ৭৯তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়।

গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত ৫৮তম অর্থ কমিটির সভায় নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের পাঁচটি দ্বিতল বাস কিনতে আর্থিক ও প্রশাসনিক অনুমোদনের সুপারিশ করা হয়। বাসগুলো শিক্ষার্থীদের পরিবহনে বিভিন্ন রুটে চলাচল করবে।

এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, পরিবহন সমস্যা দূর করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আগামীতে আরো বাস ক্রয় করা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, শিক্ষার্থী যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ৪টি একতলা বাস ও ১২টি দ্বিতল বিআরটিসি বাস ইতোমধ্যে বিভিন্ন রুটে চলাচল করছে। শিক্ষার্থীদের অধিকতর সুবিধা নিশ্চিত করার লক্ষে বর্তমানে ঢাকার বাইরের কয়েকটি জেলাতেও পরিবহন সুবিধা দেয়া হচ্ছে। এছাড়া, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নিজস্ব অর্থায়নে অতিশীঘ্রই আরো তিনটি নতুন একতলা বাস পরিবহনে যুক্ত হবে।

সারাবাংলা/এনএইচ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর