Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩


১৩ ডিসেম্বর ২০১৮ ১৯:৫৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালায় ট্রাক ও স্যালো ইঞ্জিন চালিত যানের সংঘর্ষে দুই সহোদরসহ তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বের) বেলা ১টার দিকে  চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুর গ্রামের আলী হোসেনের ছেলে লিটন (২৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের আকুল ড্রাইভারের দুই ছেলে রাকিব (২১) ও সাকিব (১৩)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার জানান, পীরপুর গ্রামের স্যালো ইঞ্জিন চালিত যানের চালক লিটন (২৫) চাল বোঝাই করে গ্রামে গ্রামে বিক্রির জন্য মেহেরপুরের দিকে যাচ্ছিল। বাহনটি কুলপালা এলাকায় পৌঁছলে মেহেরপুরের দিক থেকে আসা চুয়াডাঙ্গাগামী (ঢাকা মট্রেো ট ২০-২৮৬৮) একটি ট্রাক সেটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এ সময় লিটন ঘটনাস্থলে মারা যায়।

দুর্ঘটনার পর ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা দুই ভাই রাকিব ও সাকিবের ওপর হামলে পড়ে। এরপর ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে যায়। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে র্কতব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

স্থানীয় লোকজনের সহযোগতিায় পুলিশ ট্রাকটি আটক করেছে। এ ব্যপারে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/আরআর/এসএল/এনএইচ

চুয়াডাঙ্গা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর