Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীসহ বিএনপির দুই প্রার্থীর মনোনয়ন স্থগিত


১৩ ডিসেম্বর ২০১৮ ১৮:৪৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়নপত্র স্থগিত করেছেন হাইকোর্ট।

পৃথক পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো.খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে লুনার বিরুদ্ধে রিট দায়ের করেন একই আসনের প্রার্থী এ এম ইয়াহইয়া চৌধুরী এহিয়া (জাপা) ও মিল্লাতের বিরুদ্ধে রিট দায়ের করেন আওয়ামী লীগ প্রার্থী সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

পরে মোতাহার হোসেন সাজু জানান, তাহসিনা রুশদীর লুনার বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ লঙ্ঘনের অভিযোগে আদালতে একটি রিট আবেদন দায়ের করা হয়। পরে শুনানি শেষে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ লঙ্ঘনের অভিযোগে লুনার প্রার্থিতা হাইকোর্ট স্থগিত করেছেন।

অন্যদিকে জামালপুর-১ এর আসনে রশিদুজ্জামান মিল্লাত দণ্ডিত ব্যক্তি। এ কারণে রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। কিন্তু তিনি নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। এ রিটের শুনানি শেষে আদালত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেছেন। ফলে এ অবস্থায় তিনি আর নির্বাচন করতে পারছেন না বলে জানান আইনজীবী খুরশীদ আলম খান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/একে

জাতীয়-নির্বাচন বিএনপি হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর