Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামগঞ্জে ধানের শীষ প্রার্থীর বাড়িতে হামলা, ভাঙচুর


১৩ ডিসেম্বর ২০১৮ ১৭:৩১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

লক্ষ্মীপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় চেয়ার-টেবিল ও মোটরসাইকেল ভাঙচুর হয় এবং এলডিপি নেতাকর্মী ও সমর্থকদের মারধর করা হয়।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রামগঞ্জের পূর্ব করপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় এলডিপির নেতাকর্মীরা অভিযোগ করছেন, সরকার দলীয় নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।

ঐক্যফ্রন্টের প্রার্থী কেন্দ্রীয় এলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিম জানান, ধানের শীষের পক্ষে নেতাকর্মীরা তার বাড়ির সামেনে ক্যাম্পে বসে নির্বাচনি কার্যক্রম চালাচ্ছিলেন। দুপুরে হঠাৎ করে সরকার দলীয় লোকজন মিছিল নিয়ে এসে বাড়িতে হামলা করে। এসময় হামলাকারীরা বাড়িতে থাকা নেতাকর্মীসহ নারীদেরও মারধর করে। চেয়ার-টেবিল ও মোটরসাইকেল ভাঙচুর করে তারা আমাদের তিন জন নেতার কাছ থেকে তিনটি মোবাইল নিয়ে চলে যায়।

রামগঞ্জে নির্বাচনের পরিবেশ নেই বলে অভিযোগ জানিয়ে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন সেলিম।

এ বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. তোতা মিয়া জানান, পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রার্থীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, বৃহস্পতিবার ভোরে করপাড়া ইউনিয়নে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন খানের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন আনোয়ার হোসেন খান।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

আরও পড়ুন

লক্ষ্মীপুরে নৌকা প্রতীকের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগ

অগ্নিসংযোগ একাদশ জাতীয় নির্বাচন প্রার্থীতা ভাঙচুর

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর