শ্যামপুর কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
১৩ ডিসেম্বর ২০১৮ ১৭:১০ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ১৭:৫৮
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
রাজধানীর শ্যামপুর ঢাকা মেস এলাকায় একটি কয়েল কোম্পানির কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিকেল ৫টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩ টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছিলেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান।
তিনি জানান, গোডাউনটিতে এসিআই কয়েল ফ্যাক্টরির কেমিক্যাল রয়েছে।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সারাবাংলা/ইউজে/এনএইচ