নৌকায় ভোট চাইলেন দুই বোন
১৩ ডিসেম্বর ২০১৮ ১৭:২৮ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ১৯:২৩
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করার জন্য মানিকগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। বুধবার রাতে টুঙ্গিপাড়ায় পৈতৃক বাড়িতে রাত্রিযাপন করে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকার পথে রওনা দেন শেখ হাসিনা। পথে ফরিদপুর সদর ও ভাঙ্গায়, রাজবাড়ী ও মানিকগঞ্জে বিভিন্ন পথ সভায় অংশ নেন। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকা ফেরার পথে একাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারসভার দ্বিতীয় দিনে ফরিদপুরের ভাঙ্গায় জনসভায় হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানা।
ফরিদপুর সদরের জনসভায় হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকা ফেরার পথে একাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারসভার দ্বিতীয় দিনে ফরিদপুরের জনসভায় ভাষণ দেন।
সারাবাংলা/এমআই