Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বানিয়াচংগে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৩০


১৩ ডিসেম্বর ২০১৮ ১৫:৫০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংগে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বানিয়াচং উপজেলার নোয়াগাও গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মতিউর রহমান (৪৫)। তিনি ওই গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে। এ ঘটনায় আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নোয়াগাও গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে আব্দুর রউফের ছেলে আরজু মিয়ার সঙ্গে মুসা মিয়ার বিরোধ রয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক, পূর্ব বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার দুপুরে দু’পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই টেঁটাবিদ্ধ হয়ে মতিউরের মৃত্যু হয়। এছাড়া আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ওসি আরো জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সারাবাংলা/এসএমএন

আধিপত্য বিস্তার বানিয়াচং

বিজ্ঞাপন

আজিমপুরে শায়িত প্রবীর মিত্র
৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৬

আরো

সম্পর্কিত খবর