Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জের ৫ কর্মকর্তাকে প্রত্যাহারে দাবি ঐক্যফ্রন্ট প্রার্থীর


১৩ ডিসেম্বর ২০১৮ ১৫:২১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সুনামগঞ্জ: প্রশাসনের দায়িত্বরত পাঁচ কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী শাহীনূর পাশা চৌধুরী। সুনামগঞ্জের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাকে প্রত্যহারের দাবি জানিয়েছেন জমিয়তে উলাইমা ইসলাম দলটির এই প্রার্থী।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ দাবি জানান তিনি।

মতবিনিময়ে শাহীনূর পাশা চৌধুরী অভিযোগ করে বলেন, ‘এই সরকার জগণের ভোটে নির্বাচিত হয় নাই। তারা ১০ বছর ক্ষমতায় থেকে দলীয়করণ ছাড়া আর কিছু করেনি। এরই প্রমাণ এবারের নির্বাচন। আমার নির্বাচনী এলাকা দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরের দুই ওসি সরকার দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছেন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্তমান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুণ অর রশিদ ক্ষমতার অপব্যাহার করে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এদিকে জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তারাও একই ভাবে সরকার দলের প্রার্থীকে নানান ধরণের সুযোগ সুবিধা দিচ্ছেন।’

দুই ওসি ঐক্যফ্রন্টের সমর্থকদের বিভিন্নভাবে হয়রানি করছেন বলেও অভিযোগ করেন এই নেতা। তিনি বলেন, ‘শিক্ষা কর্মকর্তা সরাসরি শিক্ষকদেরকে নির্দেশ দিচ্ছেন নৌকার পক্ষে কাজ করার জন্য। না হলে অসুবিধা হবে এই ধরণের হুমকিও দিচ্ছেন। এ কারণে আমরা শঙ্কিত ও আতঙ্কিত। সুষ্ঠু ভোট হলে আমরা নির্বাচনে জয়লাভ করব। আমাদের জয় নিশ্চিত জেনে তারা এই সব কর্মকাণ্ড পরিচালনা করছে।’

বিজ্ঞাপন

প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানাবেন বলে জানালেন সুনামগঞ্জ-৩ আসনের এই প্রার্থী। কারচুপি না হলে এই আসনে তার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নাদীর আহমদ, জমিয়তের উলাইমা ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুল বছির, জেলা যুবদলের সাবেক সভাপতি আনছার উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান তৈয়বুর রহমান প্রমুখ।

সারাবাংলা/এসএমএন

ঐক্যফ্রন্ট সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর