Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলন্ত অটোরিকশা থেকে পড়ে শিশুর মৃত্যু


১৩ ডিসেম্বর ২০১৮ ১৪:৪৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সিএনজিচালিক অটোরিকশা থেকে পড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় তার মা-ও ওই অটোরিকশায় ছিলেন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে নগরীর চকবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত পারিশ্যা আক্তার (৪) নগরীর চান্দগাঁও থানার বারইপাড়া এলাকার মো. সেলিমের মেয়ে।

স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানান, পারিশ্যা, তার মা, ছোট ভাই ও ফুপু একটি অটোরিকশায় করে কোতোয়ালীর মোড় থেকে বাসার দিকে যাচ্ছিল। অটোরিকশা চকবাজার চকভিউ সুপার মার্কেটের সামনে পৌঁছার পর অসতর্কতাবশত পারিশ্যা চলন্ত গাড়ি থেকে রাস্তায় পড়ে যায়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নিজাম উদ্দিন সারাবাংলাকে বলেন, গুরুতর আহত অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ সদস্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/আরডি/এসএমএন

শিশুর মৃত্যু সিএনজিচালিত অটোরিকশা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর