Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটের প্রচারে হঠাৎ অসুস্থ ডা. জাফরুল্লাহ


১৩ ডিসেম্বর ২০১৮ ১৩:৫৩ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ১৩:৫৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

সিলেট: সিলেটে ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচারণা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তাৎক্ষণিক তাকে নগরীর মিরবক্সটুলার পপুলার হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর বন্দরবাজার এলাকায় ধানের শীষের প্রচারপত্র বিতরণকালে তিনি অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন:ভোট চাইতে সিলেটে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক ও সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এ তথ্য জানিয়েছেন।

পপুলার হাসপাতালের অধ্যাপক ডা. সুধাংশু রঞ্জন দে জানিয়েছেন। ডা. জাফরুল্লাহর নিন্ম রক্তচাপ ও ডায়াবেটিস বেড়ে যাওয়ায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: ড. কামাল

গতকাল ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বুধবার ঢাকা থেকে সিলেট আসেন। সারাদিন পথসভা ও বিভিন্ন কর্মর্সচি শেষে রাতে ঢাকা ফিরে যান। বাকিরা সিলেটের বিভিন্নস্থানে ধানের শীষের প্রচারণায় যোগ দেন।

সারাবাংলা/এমএইচ

ঐক্যফ্রন্ট গণসংযোগ সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর