Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোট চাইতে সিলেটে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা


১৩ ডিসেম্বর ২০১৮ ১৩:২৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

সিলেট: সিলেট-১ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে প্রচারণা চালিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। সময় নেতারা বলেন, ধানের শীষের গণ জোয়ার সৃষ্টি হয়েছে। কোনো দমন পীড়নই ঐক্যফ্রন্টের বিজয় ঠেকাতে পারবে না।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে নগরীর কুমারপাড়া থেকে বন্দরবাজার পর্যন্ত তারা সিলেট-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী খন্দকার মুক্তাদিরকে নিয়ে গণসংযোগ করেন। ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ এ সময় পথচারী, দোকান, যানবাহনের যাত্রীদের কাছে ধানের শীষে ভোট চান। বন্দরবাজার গণসংযোগ শেষে তারা দক্ষিণ সুরমা এলাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। সেখানেও তারা ধানের শীষের পক্ষে গণসংযোগ করবেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা ড. জাফরুল্লাহ, নজরুল ইসলাম খান, আব্দুর রবসহ সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক, জেলা বিএনপি’র সভাপতি আবুল কাহের শামীমসহ অন্যান্যরা অংশ নেন।

গতকাল ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বুধবার ঢাকা থেকে সিলেট আসেন। সারাদিন পথসভা ও বিভিন্ন কর্মর্সচি শেষে রাতে ঢাকা ফিরে যান। বাকিরা সিলেটের বিভিন্নস্থানে ধানের শীষের প্রচারণায় যোগ দেন।

সারাবাংলা/এমএইচ

ঐক্যফ্রন্ট ধানের শীষ সিলেট

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর