Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওফেলের পাশে বিএসসি


১৩ ডিসেম্বর ২০১৮ ১১:৩৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: নির্বাচন যাত্রায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা নূরুল ইসলাম বিএসসিকে পাশে পেয়েছেন নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল। নির্বাচনকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর চট্টগ্রামে ফিরেই নওফেলের সঙ্গে গণসংযোগে নেমেছেন বিএসসি। বুধবার (১২ ডিসেম্বর) রাতে ঢাকা থেকে চট্টগ্রামে ফিরেছেন বিএসসি।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশীতে বিএসসির বাসায় যান নওফেল। সেখানে বিএসসি ও তার স্ত্রী সানোয়ারা ইসলামের পায়ে হাত দিয়ে সালাম করেন নওফেল। প্রায় ২০ মিনিট সেই বাসায় অবস্থান করেন তিনি, সেখানে সকালের খাবারও খান।

সেখানে উপস্থিত নগর আওয়ামী লীগের এক নেতা সারাবাংলাকে জানান, নওফেল দোয়া চাইলে বিএসসি বলেন, ‘তুমি আমার ছেলের মতো। নেত্রী তোমাকে নমিনেশন দিয়েছেন। অবশ্যই তোমার জন্য কাজ করব। আমি এরমধ্যেই সবাইকে বলে দিয়েছি। আমি বাকলিয়ায় অনেক কাজ করেছি। সেখানে আমার ভোট আছে। আমি বাকলিয়ার ভোট যাতে নৌকায় আসে, তার জন্য সর্বশক্তি নিয়ে কাজ করব।’

এরপর বাসা থেকে বিএসসিকে নিয়ে নওফেল আসেন নগরীর গণি বেকারির মোড়ে মিসকিন শাহ’র মাজারে। জিয়ারত শেষে তারা আশপাশের এলাকায় গণসংযোগ করছেন।

জানতে চাইলে নূরুল ইসলাম বিএসসি সারাবাংলাকে বলেন, ‘আমি গত (বুধবার) রাতে চট্টগ্রামে এসেছি। সকালেই নওফেল দেখি আমার বাসায়। সে আমার সন্তানের মতো। তার জন্য আমি এরমধ্যেই কাজ শুরু করেছি।’

নওফেল যে আসন থেকে প্রার্থী হয়েছেন, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে ২০০৮ সালের নির্বাচনে জিতে সংসদ সদস্য হয়েছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম বিএসসি। প্রবীণ এই রাজনীতিক ২০১৪ সালের নির্বাচনে মনোনয়ন পাননি। আসনটি ছেড়ে দেওয়া হয় জাতীয় পার্টিকে।

বিজ্ঞাপন

তবে টেকনোক্র্যাট কোটায় বিএসসিকে মন্ত্রী করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দায়িত্ব পান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের।

নির্বাচনকালীন সরকারে এসে বিএসসিসহ চারজন টেকনোক্র্যাট মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে।

চট্টগ্রামের রাজনীতিতে নূরুল ইসলাম বিএসসি নওফেলের বাবা প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরোধী রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন।

সারাবাংলা/আরডি/এসএমএন

নুরুল ইসলাম বিএসসি মহিবুল হাসান চৌধুরী নওফেল

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর