Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে আটক কূটনীতিকের সঙ্গে দেখা করার চেষ্টায় কানাডা


১৩ ডিসেম্বর ২০১৮ ১০:২৮ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ১২:৪৬

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

চীনে আটক সাবেক কূটনীতিকের সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালাচ্ছে কানাডা। সোমবার (১০ ডিসেম্বর) বেইজিং ন্যাশনাল সিকিউরিটি ব্যুরো কানাডার সাবেক কূটনীতিক মাইক্যাল কভরিগকে আটক করে। কিন্তু তাকে আটকের কারণ প্রকাশ করেনি। এর কয়েকদিন আগেই চীন-ভিত্তিক টেলিকম জায়ান্ট হুয়াওয়েই’র প্রধান আর্থিক নির্বাহীকে গ্রেফতার করেছে কানাডা। খবর বিবিসির।

কভরিগের বর্তমান কর্ম প্রতিষ্ঠান আন্তর্জাতিক সংকট সংস্থা (আইসিজি) জানিয়েছে, তারা কভরিগের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে চিন্তিত। কানাডার কর্মকর্তারা জানিয়েছেন, কভরিগকে আটকের কারণ তাদের কাছে পরিষ্কার নয়। এমনকি তাকে কোথায় আটকে রাখা হয়েছে তাক তারা জানে না।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বুধবার (১২ ডিসেম্বর) বলেন, চীনা কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে সরাসরি আলোচনা হচ্ছে।

কভরিগকে গ্রেফতারের কয়েকদিন আগে ১ ডিসেম্বর হুয়াওয়েই নির্বাহী মেং ওয়ানঝৌকে গ্রেফতার করা হয়। কানাডার কর্মকর্তারা জানিয়েছেন, দুই ঘটনায় মধ্যে কোন সম্পর্ক রয়েছে কিনা সে বিষয়ে তারা কিছু জানে না। ওয়ানঝৌকে মঙ্গলবার (১১ ডিসেম্বর) ৭৪ লাখ ডলারের বিনিময়ে জামিন দেওয়া হয়।

ওয়ানঝৌর বিরুদ্ধে ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের অনুরোধেই তাকে গ্রেফতার করে কানাডা।

ওয়ানঝৌর গ্রেফতারের পর কানাডার উদ্দেশে চীন বলেছে, তাকে ছেড়ে দিন নয়তো পরিণতি ভগ করুন।

ফ্রিল্যান্ড বলেছেন, কভরিগের আটক করার ঘটনা ওয়ানঝৌর গ্রেফতারের ঘটনার কোন প্রতিশোধ কিনা সে বিষয়ে কিছু জানায়নি চীনা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ফ্রিল্যান্ড আরও জানান, দ্বিতীয় এক কানাডিয়ানকেও জিজ্ঞাসাবাদ করেছে চীনা কর্তৃপক্ষ। এরপর থেকে ওই কানাডিয়ানের সঙ্গেও কোন যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। আমরা তার অবস্থান সম্পর্কে জানতে জোর চেষ্টা চালাচ্ছি।

কভরিগ ২০১৭ সাল থেকে আইসিজির জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করছেন। বর্তমানে তিনি কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ ছুটিতে রয়েছেন ও কূটনৈতিক সুবিধা ভোগ করেন না।

এদিকে চীনের রাষ্ট্র পরিচালিত পত্রিকা বেইজিং নিউজ জানিয়েছে, কভরিগকে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর এমন কাজে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বুধবার (১২ ডিসেম্বর) বলেন, তার কাছে কভরিগের বিষয়ে প্রকাশ করার মতো কোন তথ্য নেই।

সারাবাংলা/ আরএ

কভরিগ কানাডা কূটনীতিক চীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর