Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় আ.লীগের প্রচারণায় পেট্রোল বোমা হামলা, আহত ৭


১৩ ডিসেম্বর ২০১৮ ০০:৩৫ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ০০:৪০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নেত্রকোনা: নেত্রকোনার আটপাড়া উপজেলায় নেত্রকোনা-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী অসীম কুমার উকিলের নির্বাচনি প্রচারণায় বিএনপির নেতাকর্মীরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান ও যুবলীগ নেতা সুফল খানসহ সাত জন আহত হয়েছেন। পরে এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ ও যুবলীগ মিছিল বের করলেও তাতেও ওই আসনে বিএনপি প্রার্থী নিজে গুলি ছুঁড়েছেন বলে অভিযোগ করেছেন অসীম কুমার উকিলের স্ত্রী অপু উকিল।

বিজ্ঞাপন

বুধবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে নেত্রকোনা-৩ আসনে নৌকার প্রার্থী অসীম কুমার উকিলের পক্ষে নির্বাচনি মিছিল বের করে উপজেলা যুবলীগ-ছাত্রলীগ। মিছিলটি ইটখলা ব্রিজের কাছে পৌঁছালে এ হামলার ঘটনা ঘটে। পেট্রোল বোমায় আহতদের আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আসনটিতে নৌকার প্রার্থী অসীম কুমার উকিলের প্রতিদ্বন্দ্বী বিএনপির রফিকুল ইসলাম হেলালী। অসীম কুমার উকিলের স্ত্রী, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল ঘটনার বর্ণনা দিয়ে সারাবাংলাকে বলেন, আমাদের লোকেরা আটপাড়ায় নৌকার মিছিল করছিল। তখন বিএনপির কর্মীরা মিছিলে পাঁচ থেকে ছয়টি পেট্রোল বোমা ছুঁড়ে মারেন। এতে আটপাড়া উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খানসহ সাত জন আহত হন। তারা গুরুতর অসুস্থ। আমরা তাদের হাসপাতালে দেখতে যাই।

অপু উকিল আরও বলেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতারা পেট্রোল হামলার ঘটনার প্রতিবাদে মিছিল বের করে। মিছিলটি কেন্দুয়ায় বিএনপি প্রার্থী রফিকুল ইসলামের বাড়ির কাছ দিয়ে যাওয়ার সময় তাতেও আক্রমণ চালানো হয়। রফিক হেলালী নিজে গুলি ছুঁড়েছেন। এতে কেন্দুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসানসহ ১২ জন আহত হন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা করা হবে। কারণ লালদীঘি ময়দানে শেখ হাসিনার জনসভায়ও রফিকুল হেলালী হামলা চালিয়েছিল।

তবে অপু উকিলের এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ওই এলাকার বিএনপি প্রার্থীর বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব সারাবাংলাকে বলেন, ইটাখলা বাজারে ছাত্রলীগ ও যুবলীগ নির্বাচনি প্রচারণা চালাচ্ছিল। এসময় বিএনপির লোকজন পোট্রেল বোমা মেরেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাত জন আহত হয়েছেন। তবে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ইএইচটি/টিআর

নির্বাচনি প্রচারণা নেত্রকোনা পেট্রোল বোমা পেট্রোল বোমা হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর