Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরে দাঁড়ালেন রওশন এরশাদ, আ.লীগকে সমর্থন


১২ ডিসেম্বর ২০১৮ ২১:৩৭ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮ ২১:৪৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ময়মনসিংহ: একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টি সিনিয়র কো-চেয়ারম্যান ও দশম জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। মহাজোটের প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে লাঙ্গল প্রতীকে প্রার্থী ছিলেন তিনি।

বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর এ সংক্রান্ত একটি চিঠি দেন রওশন এরশাদ। ফলে জোটের হিসাবে, ওই আসনে এখন মহাজোটের প্রার্থী থাকবেন হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী।

রওশন এরশাদের চিঠি পাওয়ার তথ্য স্বীকার করেছেন রিটার্নিং কর্মকর্তা ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।

তিনি বলেন, বুধবার বিকেলে বিরোধী দলীয় নেতার একটি চিঠি পেয়েছি। সেখানে তিনি উল্লেখ করেছেন, মহাজোট প্রার্থীকে সমর্থন জানিয়ে ত্রিশালের নির্বাচনি মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে ভোটের ব্যালটে রওশন এরশাদের প্রতীক নৌকাই থাকবে, মাদানী নির্বাচন করবেন নৌকা নিয়ে।

জানা যায়, গত ২৫ নভেম্বর আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয় হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানীকে। পরদিন দুপুরে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম কেনেন রওশন এরশাদ। অবশ্য আরও আগে ময়মনসিংহ-৪ (সদর) আসনে মহাজোট থেকে মনোনয়ন পান তিনি। এখন শুধু এই অসনেই নির্বাচনি প্রচার-প্রচারণা চালাবেন তিনি।

সারাবাংলা/টিআর

ময়মনসিংহ-৭ রওশন এরশাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর