Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌকাকে বিজয়ী করতে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ রূপগঞ্জ আ.লীগ নেতারা


১২ ডিসেম্বর ২০১৮ ২২:০১ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮ ২২:১৩

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ১ আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) কে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছেন রূপগঞ্জ উপজেলা  আওয়ামী লীগ নেতারা।

বুধবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে গোলাম দস্তগীর গাজীর সাথে আলোচনায় বসেন রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ।

আলোচনা শেষে গোলাম দস্তগীর গাজী, শাহজাহান ভূইয়া,হাবিবুর রহমান হারেজ একসাথে নৌকার পক্ষে মিছিল করেন। এসময় ছাত্রলীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ।

এসময় রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া বলেন, আমরা নৌকার বিজয় নিশ্চিত করতে এক হয়েছি। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মধ্যে সব ধরনের রেষারেষি,  সকল অভিমান ভুলে আমরা নৌকার জন্য কাজ করব। রূপগঞ্জবাসীও আগামী ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে গোলাম দস্তগীর গাজীকে জয়ী করবে। এসময় তিনি সকল নেতাকর্মীদের এক হয়ে নৌকার জন্য কাজ করার আহ্বানও জানান।

গোলাম দস্তগীর গাজী বলেন, আজ আমরা সকলে ঐক্যবদ্ধ। রূপগঞ্জবাসী আমাকে অবশ্যই জয়ী করবে। কারণ আমি রূপগঞ্জবাসীর উন্নয়নের জন্য দিনরাত কাজ করে যাচ্ছি। তাই রূপগঞ্জবাসীর কাছে আমার একটাই চাওয়া নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করুন। উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।

সারাবাংলা/এসজে/জেডএফ

আরও পড়ুন

গোলাম দস্তগীরের হাতে নৌকা প্রতীক, উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান

মনোনয়ন চূড়ান্ত, জয়ে প্রত্যয়ী গোলাম দস্তগীর গাজী

 

গাজী গোলাম দস্তগীর নারায়ণগঞ্জ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর