Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় নিখোঁজ স্বেচ্ছাসেবক লীগ নেতার মরদেহ উদ্ধার


১২ ডিসেম্বর ২০১৮ ১৮:১১ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮ ১৯:১৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলায় আসাদুল ইসলাম এরশাদ (৩৪) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুইদিন পর বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে ওই মরদেহ উদ্ধার করা হয়।

মৃত এরশাদ মুলাডুলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও রামনাথপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, এরশাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে চাকরি করতেন। সোমবার রাত ৮টার দিকে তিনি খাওয়া-দাওয়া শেষে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি দোকানে কয়েল কিনতে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে পরিবারের লোকজন তার কোন সন্ধান পাননি।

এরশাদের মামা ও মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠু বলেন, ‘এরশাদ নিখোঁজের ঘটনাটি আমি শুনেছিলাম। তারা পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। কী কারণে বা কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আজ দুপুরে পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করেছে।

ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, মুলাডুলি থেকে আসাদুল ইসলাম এরশাদ নামে এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/এমএইচ

পাবনা মরদেহ উদ্ধার স্বেচ্ছাসেবক লীগ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর