Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযুদ্ধবিরোধীদের নির্বাচনি প্রচারণা করতে দেবে না ছাত্রলীগ


১২ ডিসেম্বর ২০১৮ ১৭:৩৭ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮ ১৭:৩৮

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট।।

ঢাবি: ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় মুক্তিযুদ্ধের অঙ্গীকারের দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণা করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ।

বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসিতে) এক সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এই ঘোষণা দেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর পাশ্ববর্তী স্থানে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের রাজনৈতিক দল ছাড়া অন্য কোনো দলের প্রচারণা দেখতে চাই না। আমরা যুদ্ধাপরাধীদের পক্ষের কোনো রাজনৈতিক দলের প্রার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে দেখলে প্রতিহত করব।

এর আগে জামায়াত প্রার্থীদের বয়কট ও জামাতি পৃষ্ঠপোষকতা বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এক বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। পরে তারা সমাবেশ করে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

সমাবেশে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, তারেক জিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই বাংলাদেশে কোনো ধরনের জঙ্গি কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। আপনি নিজে বাংলাদেশে নেই তাই মানুষের সুখ দুঃখের সঙ্গে আপনি পরিচিত নন।

তারেক রহমানকে মূর্খ আখ্যা দিয়ে ছাত্রলীগ ঢাবি সভাপতি বলেন, আপনি নিজে মূর্খ, বাংলাদেশে আপনি মূর্খের সরকার কায়েম করতে চান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতাবিরোধীদের উত্থান দেখলে আমরা তা প্রতিহত করব । আমরা সকলে আজকে নৌকার প্রচারণায় নামলাম।

বিজ্ঞাপন

পরে  সমাবেশে যোগ দেন ঢাকা- ৮ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাশেদ খান মেনন। সমাবেশে সংহতি জানিয়ে তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধ দেখেনি তাদের জন্য সামনে আরেকটি মুক্তিযুদ্ধ উপস্থিত হয়েছে। সামনের নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে জয়ী করার মাধ্যমে তাদেরকে এ মুক্তিযুদ্ধে জয়ী হতে হবে।

সারাবাংলা/কেকে/জেডএফ

একাদশ জাতীয় নির্বাচন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর