বারবার মৃত্যুর মুখোমুখি, তবুও ভয় পাইনি: শেখ হাসিনা
১২ ডিসেম্বর ২০১৮ ১৬:৫২ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮ ২০:১২
।। নৃপেন রায়, সিনিয়র করেনপন্ডেন্ট।।
কোটালীপাড়া থেকে: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাকে বারবার হত্যার চেষ্টা করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে। আমি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি তবুও আমি ভয় পাইনি।
কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় শেখ হাসিনা এ কথা বলেন।
আরও পড়ুন: প্রথম নির্বাচনী জনসভায় কোটালীপাড়ায় শেখ হাসিনা
তিনি বলেন, ‘আমার পিতার হত্যাকাণ্ডের পর আমি দেশে আসতে পারিনি। আমি যাতে দেশে আসতে না পারি সে জন্য আমাকে নানা নানা বাধা দেওয়া হয়েছি। এরপর ১৯৮১ সালে দেশে আসি। আমি তখন নিঃস্ব-রিক্ত। আপনাদের মাঝে খুঁজে পেয়েছিলাম আমার হারানো বাবার স্নেহ, হারানো মায়ের স্নেহ।’
আরও পড়ুন: জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী জনসংযোগ শুরু প্রধানমন্ত্রীর
শেখ হাসিনা বলেন, ‘আমাকে মারার জন্য কোটালীপাড়ায় বোমা পুঁতে রাখা হয়েছিল। যে বোমা পুঁতেছিল সেও কোটালীপাড়ার সন্তান। কিন্তু যে বোমা খুঁজে পেয়েছিল সেও একজন চায়ের দোকানদার। আমি ওই সময় প্রাণে বেঁচে গিয়েছি। সে চা দোকানদার বোমা উদ্ধার করেছিল আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি জানি সে আজকে এই জনসভায় উপস্থিত আছে।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘শুধু এখানেই নয়। আমাকে মারার জন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়। ঠিক এভাবে মৃত্যুর মুখোমুখি হয়েছি, বারবার মৃত্যুকে ভয় করিনি। কখনো ষড়যন্ত্রকে ভয় করিনি। কেন ভয় পায়নি নিজের আত্মবিশ্বাস ছিল, আমার বাবার মতো বাংলার মানুষের জন্য কাজ করছি। আমার লক্ষ্য ছিল বাংলার মানুষের জন্য স্বাধীনতার সুফল নিশ্চিত করা। এ কারণে যতই ষড়যন্ত্র হোক আমি ভয় পাইনি।’
সারাবাংলা/এনআর/একে