প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ‘রোবটদের ক্রিকেট খেলা’
১২ ডিসেম্বর ২০১৮ ১৮:৪৪ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮ ১৮:৪৫
।।সারাবাংলা ডেস্ক।।
চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশে প্রথমবারের মতো রোবট দিয়ে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল ক্লাব ও রোবটিক্স বিভাগ যৌথভাবে ‘রোবট ক্রিকেট লীগের’ আয়োজন করে।
নগরীর প্রবর্তক মোড়ে প্রিমিয়ার ইউনিভার্সিটি ভবনে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সেমিনার হলে দুই দিনব্যাপি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পাঁচ সদস্যের রোবট দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতায় প্রিমিয়ার ইউনিভার্সিটির তড়িৎ প্রকৌশল বিভাগের ৮ টি দল অংশ নেয়।
সমাপনী দিনে মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্যে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.অনুপম সেন বলেন, তড়িৎ প্রকৌশল বিভাগ ও রোবটিক্স ক্লাব বাংলাদেশে প্রথম থ্রি অন থ্রি রোবট ফুটবল লীগের আয়োজন করেছিল। এবার তারা রোবট ক্রিকেট লীগের আয়োজন করেছে। বাংলাদেশে এটাও প্রথম আয়োজন। এভাবে এই বিভাগের শিক্ষার্থীরা রোবটিক্সে দক্ষতা ও সক্ষমতা অর্জন করছে।
আজকের বিশ্বকে ‘বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ব’ উল্লেখ করে তিনি বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা উদ্ভাবনী শক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। ‘ব্লাড গ্রুপ ডিটেকটিং ডিভাইসিং’, ‘অটোমেটেড মাল্টিলেভেল কার পার্কিং সিস্টেম’ এবং ‘স্মার্ট অ্যাগ্রিকালচার মনিটরিং সিস্টেম’ উদ্ভাবন ইতোমধ্যে প্রশংসা অর্জন করেছে।
এর আগে উপাচার্য নিজে রোবট ক্রিকেট লীগের খেলা উপভোগ করেন।
রোবট ক্রিকেট লীগ আয়োজনে সহযোগিতা দিয়েছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স এর স্টুডেন্ট ব্রাঞ্চ।
তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ এবং রোবটিক্স ক্লাবের অ্যাডভাইজার মো. সাইফুদ্দীন মুন্না ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রোবটিক্স ক্লাবের সভাপতি শামসুল আরেফিন রাজীব ও সাধারণ সম্পাদক এহসান সানি। উপস্থিত ছিলেন তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষক রাহুল চৌধুরী, আকরামুল হক ও সরিৎ ধর।
সারাবাংলা/আরডি/এএস