নারী নির্যাতনের অভিযোগে চিত্রপরিচালক জুয়েল গ্রেফতার
১১ জানুয়ারি ২০১৮ ১২:১৫ | আপডেট: ১১ জানুয়ারি ২০১৮ ১৮:৩২
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: ‘মুখোশ মানুষ’ সিনেমার পরিচালক ইয়াসির আরাফাত জুয়েলকে নারী নির্যাতন মামলায় আটক করেছে রমনা থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম সারাবাংলাকে জানান, গ্রেফতার জুয়েলের স্ত্রী তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জুয়েলের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছিলেন আদালত। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।
সারাবাংলা/ইউজে/এসআর/এমএ/এনএস