চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু
১২ ডিসেম্বর ২০১৮ ১৫:০৮ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮ ১৫:১৩
।।স্পেশাল করেসপন্ডেন্ট।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে রেলওয়ে পূর্বাঞ্চলের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর পাহাড়তলী রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
চট্টগ্রামের জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ ভূঁইয়া সারাবাংলাকে বলেন, দুর্ঘটনায় মৃত ইব্রাহিম শেখ (৩৮) রেলওয়ে পূর্বাঞ্চলের বিদ্যুৎ বিভাগে কর্মরত ছিলেন।
ওসি বলেন, সকালে ট্রেনের লাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত ইব্রাহিম শেখের পা লাইনে আটকে যায়। এসময় চাঁদপুর থেকে চট্টগ্রাম রেলস্টেশন অভিমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
সারাবাংলা/আরডি/এএস