Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে আটক কানাডার সাবেক কূটনীতিক


১২ ডিসেম্বর ২০১৮ ১৪:০১

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

কানাডার সাবেক কূটনীতিক মাইক্যাল কভরিগকে চীনে আটক করা হয়েছে। তার নিয়োগকারী জানিয়েছে, তারা কভরিগকে মুক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। খবর বিবিসির।

আন্তর্জাতিক সংকট সংস্থা (আইসিজি) জানিয়েছে, তারা কভরিগ আটক হওয়ার বিষয়ে অবগত।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, এই বিষয়ে কানাডার সঙ্গে সরাসরি আলোচনা করছে তার সরকার।

উল্লেখ্য, (শনিবার) ১ ডিসেম্বর কানাডায় চীন-ভিত্তিক টেলিকম জায়ান্ট হুয়াওয়েইর শীর্ষ নির্বাহী, আর্থিক প্রধান ও প্রতিষ্ঠাতার মেয়ে মেং ওয়ানঝৌকে গ্রেফতারের পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

ট্রুডো বলেন, কভরিগের বিষয়টি ব্যাপক গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তবে কানাডার সঙ্গে কি আলোচনা হয়েছে বা কেন কভরিগকে আটক করা হয়েছে এ বিষয়ে কিছু জানায়নি কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়।

কানাডার ফেডারেল জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী রালফ গুডালে বলেন, অটোয়া সরকার বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন।

তিনি বলেন, এই মুহূর্তে ওয়ানঝৌর গ্রেফতার ও কভরিগের আটকের মধ্যে কোন যোগসূত্রের ইঙ্গিত পাওয়া যায়নি।

প্রসঙ্গত, কভরিক আগে বেইজিং, হংকং ও নিউ ইয়র্কে কানাডার কূটনীতিক হিসেবে কাজ করেছেন।

২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে তিনি আইসিজির উত্তর-পূর্ব এশিয়ার জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করছেন। এর আগে ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ওয়ানঝৌর বিরুদ্ধে ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এই অভিযোগ প্রমাণিত হলে তার ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। চীন তাকে মুক্ত করে দিতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছে। অন্যথায় কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে বলে হুমকি দিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ আরএ

কানাডা কূটনীতিক আটক চীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর