Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টরেন্টো পুলিশ শ্বেতাঙ্গদের চেয়ে কৃষ্ণাঙ্গদের ২০গুণ বেশি গুলি করে


১১ ডিসেম্বর ২০১৮ ২১:২৩

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

কানাডার টরেন্টোতে কোন শ্বেতাঙ্গ ব্যক্তিদের চেয়ে ২০গুণ বেশি সময় পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে থাকেন কোন কৃষ্ণাঙ্গ। দেশটির অন্টারিও প্রদেশের এক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদনে একথা বলে হয়েছে। খবর আল জাজিরার।

অন্টারিও হিউম্যান রাইটস কমিশন সাত বছরের তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনটি সোমবার (১০ ডিসেম্বর) প্রকাশিত হয়। প্রতিবেদনটি জানায়, টরেন্টোর পুলিশরা কৃষ্ণাঙ্গদের প্রতি অত্যধিক মাত্রায় বৈষম্যমূলক আচরণ করে থাকে।

সংস্থাটি কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের ১৩০জন সদস্যের কাছে পুলিশের সাথে তাদের অভিজ্ঞতা জানতে চান। তারা তাদের বর্ণনায়, ভীতি, আতঙ্ক ও অপমানের কথা বলেন। এতে করে পুলিশের প্রতি তাদের অবিশ্বাস ও দুর্ব্যবহার আরও জোরালো হয়েছে।

প্রতিবেদনটি বলে, কোন কৃষ্ণাঙ্গ ব্যক্তি যদি পুলিশের বৈষম্যতার সম্মুখীন না হলেও তার পরিবারের কেউ এমন আচরণের শিকার হলে তাদের মধ্যেও পুলিশের প্রতি অবিশ্বাস জন্মায়।

গবেষণা প্রতিবেদনটি উল্লেখ করা হয়েছে, টরোন্টোর ২৭ লাখ বাসিন্দা কৃষ্ণাঙ্গ। মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশ। পুলিশের জোর প্রয়োগ করতে হয় এমন ৩০ শতাংশ ঘটনায় কোন না কোন কৃষ্ণাঙ্গ জড়িত থাকেন। এতে করে কখনো শিকার গুরুতর আহত হন, এমনকি মারাও যান।

এছাড়া পুলিশের হাতে মৃত্যুর ৬০ শতাংশ ঘটনায় কোন কৃষ্ণাঙ্গ ব্যক্তি জড়িত থাকেন ও ৭০ শতাংশ গুরুতর গোলাগুলির ঘটনায়ও এক বা একাধিক কৃষ্ণাঙ্গ জড়িত থাকেন। ২০০০ সালের পর থেকে এখন পর্যন্ত এই পরিসংখ্যান অপরিবর্তিত রয়েছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, এধরণের ঘটনায় জড়িত পুলিশকর্মীরা প্রায়ই মিথ্যা ও অবিশ্বাস্য সাক্ষ্য দিয়েছে। অনেক সময় ঘটনা রেকর্ড করতে বাঁধা দিয়েছে ও তদন্তকারী দলের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করেনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ আরএ

কৃষ্ণাঙ্গ টরেন্টো পুলিশ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর