Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসাসেবা


১১ ডিসেম্বর ২০১৮ ১৭:৪০

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর উদ্যোগ ও অর্থায়নে সম্প্রতি সিরাজগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সিরাজগঞ্জের কাজিপুরে তেকানী ইউনিয়ন পরিষদ মাঠ ও নাটুয়ার পাড়া ডিগ্রী কলেজ মাঠে  এই পৃথক দুটি চক্ষু, গাইনী, ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসাসেবার আয়োজন করা হয়।

উক্ত দুটি ক্যাম্পে প্রায় ৬৪২৮ জন রোগীর চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং ৭৯৮ জন চক্ষু রোগীকে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।

দুটি মেডিকেল ক্যাম্পই উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও যমুনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ.কে.এম. মুশাররফ হুসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ।

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের অন্যান্য শাখার কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

সারাবাংলা/এনএইচ

যমুনা ব্যাংক ফাউন্ডেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর