Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবার সহযোগিতা চাইলেন আ ক ম মোজাম্মেল হক


১১ ডিসেম্বর ২০১৮ ১৭:০০ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮ ১৭:০৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সদ্য ধর্ম মন্ত্রণালয়ের বাড়তি দায়িত্ব পাওয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘রুটিন ওয়ার্ক চালিয়ে যাওয়ার জন্য ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। ২০ দিন, অল্প সময়ের জন্য দায়িত্ব পেয়েছি। এ জন্য আমি সবার দোয়া চাই, সহযোগিতা চাই।’

ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘টেকনোক্র্যাট মন্ত্রীরা সেচ্ছায় পদত্যাগ করেছেন। মন্ত্রণালয় শূন্য হলে দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপরই বর্তায়। প্রধানমন্ত্রী ইচ্ছে করলে অন্য কাউকে দায়িত্ব দিতে পারেন। পদ শূন্য হওয়ায় রুটিন ওয়ার্ক চালিয়ে যাওয়ার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

এ সময় হজ্জ চুক্তির প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ চুক্তিগুলো নিয়ম মতো হয়। এটা টিম ওয়ার্ক। চুক্তি করার ক্ষেত্রে নিয়মের কোনো ব্যত্যয় ঘটবে না।’

সারাবাংলা/এইচএ/এমআই

আ ক ম মোজাম্মেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর