Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের মানুষ আ.লীগকে আবারও ক্ষমতায় দেখতে চায়: হাছিনা গাজী


১১ ডিসেম্বর ২০১৮ ১৪:৪৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: দেশের মানুষ আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন তারাব পৌরসভার মেয়র ও নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী গোলাম দস্তগীর গাজীর সহধর্মিনী হাছিনা গাজী।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জের রূপসী এলাকার কাজীপাড়ায় নৌকা প্রতীকে ভোট চাইতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

হাছিনা গাজী বলেন, দেশের মানুষ  রাজাকার, আল-বদর বা আল-শামসদের আর দেখতে চায় না। মানুষ উন্নয়ন চায়। তারা সন্ত্রাসীদের চায় না। এজন্য দেশের মানুষ আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। কারণ নৌকা আবার ক্ষমতায় না আসলে দেশের উন্নতিতে বাধা হবে। উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাবে। দেশ তখন পিছিয়ে পড়বে। এজন্য মানুষ ৩০ ডিসেম্বর নৌকাকে ভোট দিয়ে জয়ী করবে।

নারায়ণগঞ্জ, নির্বাচনি প্রচারণা

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছেন বলেই আজ দেশের এতো উন্নয়ন হচ্ছে। আজ আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। আমরা মধ্যম আয়ের দেশে পা দিয়েছি, এই অবদান বঙ্গবন্ধু কন্যার। দেশের মানুষ এখন আর বোকা নয়।তারা সব দেখে এবং বোঝে। তাই মানুষ অবশ্যই ভোট দেবে তাদেরকেই, যারা দেশের উন্নয়ন করেছে।

আওয়ামী লীগ দেশের মানুষের জন্য কাজ করে জানিয়ে হাছিনা গাজী আরও বলেন, আওয়ামী লীগ নিজের জন্য নয়, দেশের কল্যাণের জন্য কাজ করে। কিন্তু অন্যান্য সরকার নিজেদের পকেট ভরার জন্য কাজ করেছে। আওয়ামী লীগ সরকার রাস্তাঘাট, বিদ্যুৎ, সুয়ারেজ লাইন, শিক্ষা, চিকিৎসা সকল ক্ষেত্রে উন্নয়ন ঘটিয়েছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর দেশবাসী অবশ্যই নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

এসময় আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসজে/এনএইচ

আওয়াম লীগ নারায়ণগঞ্জ নির্বাচনি প্রচারণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর