Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে মুক্তি পাচ্ছে ‘স্বপ্নের ঘর’


১১ ডিসেম্বর ২০১৮ ১৪:৩৩ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮ ১৪:৩৮

স্বপ্নের ঘর

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

অবশেষে মুক্তি পাচ্ছে ভৌতিক ঘরানার ছবি ‘স্বপ্নের ঘর’। আগামী ২১ ডিসেম্বর মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন সিনেমার পরিচালক তানিম রহমান অংশু। এর আগে গত ৯ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। তবে পর্যাপ্ত সিনেমা হল না পাওয়ায় মুক্তি পেছাতে হয়।

শঙ্কা কাটিয়ে সিনেমা মুক্তি পাওয়ায় অংশু যেন নড়েচড়ে বসলেন। কারণ তিনি চেয়েছিলেন অত্যাধুনিক ভিজ্যুয়াল ইফেক্ট সমৃদ্ধ সিনেমাটি দেশের মানুষ যেন দেখেন। অংশু বলেন, ‘এর আগে প্রেক্ষাগৃহ জটিলতার কারণে সিনেমাটি মুক্তি দিতে পারিনি। জটিলতা কাটিয়ে মুক্তি পাচ্ছে। এটা আমাদের টিমের জন্য আনন্দের খবর। বাংলাদেশে যে ভালো ভৌতিক সিনেমা নির্মাণ হতে পারে- সিনেমাটি দেখার পর সবার এ বিশ্বাস জন্মাবে।’

ছবির গল্পে দেখা যাবে, চলচ্চিত্র তারকা মিলন স্ত্রীসহ একটি বাড়িতে ওঠেন। তারপর থেকেই বাড়িটিতে ঘটতে থাকে নানান ঘটনা। রহস্যময় বাড়িটি ঘিরে তৈরি হয় ধূম্রজাল। মূলত ব্ল্যাক ম্যাজিক বিষয়টিকে ঘিরে সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে।

‘স্বপ্নের ঘর’ সিনেমাতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম, শিমুল খান, কাজী নওশাবা সহ আরও অনেকে।

সারাবাংলা/আরএসও/পিএম

আনিসুর রহমান মিলন জাকিয়া বারী মম তানিম রহমান অংশু স্বপ্নের ঘর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর