রাজধানীতে নির্বাচনি প্রচার উৎসব, ভোটারদের কাছে প্রার্থীরা
১১ ডিসেম্বর ২০১৮ ১৫:০৮ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮ ১৬:০৭
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: প্রতীক বরাদ্দ পাওয়ার পর সোমবার থেকে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা উৎসব। রাজধানী জুড়ে এখন নির্বাচনি উত্তাপ, মাঠে নেমেছেন প্রার্থীরা।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাজধানীতে বিভিন্ন দলের প্রার্থীদের প্রচার-প্রচারণা চালাতে দেখা গেছে।
দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপস হাজারীবাগ কলোনী এলাকায় নির্বাচনি প্রচারে নামেন। এ সময় তিনি প্রার্থীদের সঙ্গে দেখা করে ভোট ও দোয়া চান।
রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসায় দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলন করে ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। এরপর তিনি নির্বাচনি প্রচার শুরু করেন।
নির্বাচনি প্রচার-প্রচারণার ব্যাপারে মির্জা আব্বাস বলেন, ‘গতকাল মিলাদ পড়িয়ে প্রচার-প্রচারণা শুরু করেছি। কিন্তু পুলিশের হয়রানির কারণে তা বিঘ্নিত হচ্ছে। আজ বিএনপির মিটিং থাকায় সীমিত আকারে করবো। কাল থেকে জোরালোভাবে শুরু করবো।’
এ সময় মির্জা আব্বাসের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী ও ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী আফরোজা আব্বাসসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
এ ছাড়া সকাল থেকে রাজধানীর বাড্ডা এলা কার ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনি গণসংযোগ করতে দেখা গেছে ঢাকা -১১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী শামীম আরাকে।
গণসংযোগের সময় তিনি সারাবাংলাকে বলেন, ‘আজকে থেকে আমি আমার নির্বাচনি প্রচারণা শুরু করেছি। ভোটারদের কাছে দলীয় প্রতীক ধানের শীষে ভোট চেয়েছি এবং নেত্রীর মুক্তির জন্য সকলকে কাজ করার আহ্বান জানিয়েছি। আজকে থেকে প্রচারণা শুরু করেই আমি যথেষ্ট সাড়া পেয়েছি এলাকাবাসীর। আশা করছি আগামী দিনগুলোতে আরও সাড়া পাবো এবং নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবো।
এ ছাড়া শহীদ মিনারে শ্রদ্ধা নিবদনের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করে গণতান্ত্রিক জোট। সকাল ১১টার দিকে জোটের মনোনীত প্রার্থীরা শহীদদের প্রতি সম্মান জানিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।
এ সময় বামজোটের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। ঢাকা মহানগরে ১০ প্রার্থীসহ সারাদেশে দেড়শ’র মতো প্রার্থী রয়েছে বাম গণতান্ত্রিক জোটে।
ঢাকা-১৪ আসনে প্রচারে নেমেছেন আওয়ামী লীগের প্রার্থী আসলামুল হক। তিনি প্রচারণা শুরু করেন ১১ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকা থেকে।
ঢাকা-১৭ আসনে প্রচার-প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান (চিত্রনায়ক ফারুক)।
এ ছাড়া বিকেলে তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা-৮ আসনে মহাজোটের প্রার্থী রাশেদ খান মেননের নির্বাচনি প্রচারের মিছিল বের হয়। মিছিল করেছে ঢাকা-৪ আসনে মহাজোটের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলার সমর্থকরাও।
এ ছাড়া ঢাকা-১১ আসনের আওয়ামী লীগ মনোনীত এ কে এম রহমতউল্লাহর কর্মী-সমর্থকরা বাড্ডা এলাকায় জনসংযোগ করে। ঢাকা-১২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান খান কামালের পক্ষ থেকে গণসংযোগ চালাতে দেখা যায় মনিপুরিপাড়া এলাকায়।
সারাবাংলা/এসএইচ/এমএমএইচ/এমআই