Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকেলে নয়াপল্টনে বসছেন ঢাকার বিএনপির প্রার্থীরা


১১ ডিসেম্বর ২০১৮ ১১:৩৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নির্বাচনী প্রচারণার কৌশল ঠিক করতে ঢাকা মহানগর ও জেলায় ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়া বিএনপির প্রার্থীরা বৈঠকে বসছেন। বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হবে।

ঢাকা-১৩ আসনে মনোনয়ন পাওয়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সারাবাংলা এসব তথ্য জানিয়েছেন। সারাবাংলাকে তিনি বলেন, ‘প্রচারণা শুরুর প্রথম দিন গুলশান থেকে আমাদের নেতাকর্মীদের আটক করা হয়েছে। এ অবস্থায় নির্বাচনী প্রচারণা চালানো কঠিন হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে করণীয় ঠিক আজ (বুধবার) বিকেল ৩টায় আমরা বসব।’

উল্লেখ্য যে, ঢাকা জেলায় মোট আসন রয়েছে ২০টি। এর মধ্যে মহানগরে রয়েছে ১৫টি আসন। বাকি ৫টি আসন ঢাকার উপজেলাগুলোতে।

বিএনপির প্রার্থীদের মধ্যে ঢাকা-৫ আসনে মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি নবী উল্লাহ, ঢাকা-৯ আসনে মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা-১৪ আসনে সাবেক সংসদ সদস্য এস এ খালেকের ছেলে আদাবর থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সৈয়দ আবু বকর সিদ্দিক, ঢাকা-৪ আসনে বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ, ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা-১০ আসনে দলের ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, ঢাকা-১১ আসনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুমের স্ত্রী শামীম আরা বেগম, ঢাকা-১২ আসনে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম, ঢাকা-১৩ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম ও ঢাকা-১৬ আসনে মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানকে ধানের শীষের প্রার্থী করেছে বিএনপি।

বিজ্ঞাপন

এছাড়া, ঢাকা-১৭ আসনে ২০ দলীয় জোটের শরিক বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ঢাকা-৬ আসনে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, ঢাকা-৭ আসনে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, ঢাকা-১৮ আসনে জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ ও ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানকে ধানের শীষ প্রতীকে প্রার্থী করেছে বিএনপি।

সারাবাংলা/এজেড/এমও

একাদশ জাতীয় নির্বাচন বিএনপি ভোট

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর