Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হবিগঞ্জে সায়হাম টেক্সটাইলে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট


১১ ডিসেম্বর ২০১৮ ১০:২৭ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮ ১৩:৪৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুরে সায়হাম টেক্সটাইল মিলের তুলার গুদামে আগুন লেগেছে। ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

সোমবার (১০ ডিসেম্বর) রাত ১টার দিকে এই আগুনের সূত্রপাত। মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুর পৌনে ২টা পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। তবে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে আগুন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনিরুজ্জামান সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তুলার গুদামে আগুন লেগেছে, ফলে নেভাতে সময় লাগছে। আগুন পুরোপুরি না নিভলেও অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

মাধবপুর উপজেলার নোয়পাড়ায় অবস্থিত সায়হাম টেক্সটাইলের মালিক জেলা বিএনপির সভাপতি সৈয়দ মো. ফয়সল। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে এখনও কোনো কথা বলা যায়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, রাত ১টার দিতে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন লাগার সঠিক কারন জানা যায়নি। আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএমএন

আগুন তুলার গুদাম সায়হাম টেক্সটাইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর